মিথ্যের সঙ্গে সহবাস করতে করতে
ওটাই রপ্ত হয়েছে...
সত্যের ফয়েল পেপারে মুড়ে কি
নিপুণ দক্ষতায় মিথ্যেকে
সঙ্গী করে নিয়েছি...
ভুলেই গিয়েছি প্রায় মিথ্যের
বিপরীত শব্দটাই....
কিন্তু জীবনের চরম সত্যিটাকে
অমান্যি করি কি করে?
"মৃত্যু"?
জীবনের অনিবার্য পরিনতি!
হে মৃত্যু! প্রসারিত কর
তোমার দুবাহু...
আমি তোমায় আলিঙ্গন করি....