বড় ক্লান্ত ছিল সে সময়
মৈত্রী বিরহে ছিলাম উদাসীন
তুমিও তখন ছিলে অনেক দূরে
বুকের মাঝে বাজছে ব্যথার বীণ।
খেয়াল বশে লিখি দুটি ছত্র
বলল লোকে এ যে কবিতা!
উৎস মুখ গেল যেন খুলে
আমি পেলেম বাঁচার নতুন দিশা।
এখন কোন ধন্দ নেইকো মনে
লেখার ছলে কুড়ায় কান্না হাসি
ভাগ্যি প্রেম দিয়েছিল বিধি
প্রেম নয় বিরহকেই বেশি ভালবাসি।