একুশ এসেছে রক্তের বিনিময়ে
ঝরা শিমুলের পথ বেয়ে এসেছে
একুশ মুক্তির গান গেয়ে...
একুশ ভেঙ্গেছে মুক্ত কারার দ্বার
নব চেতনার লাল রঙে মাখা
একুশ দুর্নিবার...
তোমার একুশ আমার একুশ
একুশ মুখের ভাষা...
অমর একুশ কোটি বাঙালীর
রক্তের ভালবাসা...
মাতৃভাষার স্বীকৃতি দিল
একুশে ফেব্রুয়ারী...
জীবনে মরনে শহীদ স্মরনে
কখনো ভূলিতে পারি?