ঝরাপাতা যাবার বেলা ডাক
দিয়ে গিয়েছিলো...
কদিন পরে এসো?
যখন বনভূমি শিমুলে পলাশে
হবে লালে লাল...
তখন এসো?
যখন মনের কুঞ্জে গাইবে কোকিল
দখিনাবাতাসে ভাসবে প্রিয়ার ঘ্রাণ...
তখন এসো?
যখন ভ্রমর গুনগুনিয়ে শুনিয়ে যাবে
প্রিয় মিলনের ক্ষন...
তখন এসো?
তোমার প্রিয়ার বাসন্তী রঙা শাড়ী যখন
এলোচুলে কৃষ্ণচূড়ার ফুল...
তখন এসো?
ফাগের রঙ যখন আমার মনে
আমি যখন নবীন কিশলয়...
তখন এসো?