"অসাধারন"কে খুঁজে বের করে "সাধারন"
"সামান্য "সম্বর্ধনা দেয় "অসামান্যকে"....
"দুঃখের "হৃদয় নিংড়ানো রসে জারিত
হয় বলেই না "সুখ "এত তৃপ্তির!
"মৃত্যু "অনিবার্য জেনেও তো
"জীবনকে" ভালবাসা থেমে থাকে না!
আমরা সবাই তো কোন না
কোনভাবে একে অপরের
সাথে যুক্ত...
তবে কেন এত ভেদাভেদ
কেন এত "বৈপরীত্য"?