আমার ইচ্ছে গুলো আজ হাঁটছে না
উড়ছে.....
সাত সমুদ্দুর তেরো নদী পেরিয়ে
কোথায় কোন তেপান্তরে?
কোথায় যাবো তাই কি ছাই জানি!
শুধু উড়ছি...
আজ আমার ইচ্ছে ডানায় ভর করেছে
অলীক স্বপ্ন প্রজাপতি
কখনো সে ছুঁতে চাইছে আকাশ
কখনো বা মাটি...
সে স্বপ্ন আমায় স্থির হয়ে বসতে
দিচ্ছে না...
সব কিছু এলো মেলো যেন
তবুও লক্ষ্যে পৌঁছানোর
অদম্য উচ্ছ্বাস...
এক আঁচল ভর্তি স্বপ্ন নিয়ে
এখন আমার পথচলা
এটাই আমার "রাহাখরচ".....