কবে কোন জনমে জীবনের
কোন মাহেন্দ্রক্ষণে...
তুমি আমি একসাথে উচ্চারন
করেছিলাম জীবনের চিরসত্য বাণী
"ভালবাসি"...
তারপর তো কত জন্ম পার হয়ে গেল
জীবনের জটিল ঊর্মিল..
তটিনী তরঙ্গে কখনো
ভেসেছি ডুবেছি কখনো
কিন্তু তীর ছেড়ে যাইনি কোথাও
জানি তুমি ফিরে আসবেই...
এ আমার শাশ্বত বিশ্বাস!
ভোরের সূর্যকে সাক্ষী রেখে সেদিন
একসাথে বলবো" ভালবাসি"....