লিখতে গেলেই বিষাদ ঝরে
উথলে উঠে অবাঞ্ছিত শোক
কবিতা তোমায় দিলাম বিদায়
স্মৃতির ভারে ঝাপসা দুটি চোখ।
প্রতিবাদ যখন জীবন কাড়ে
দেশের আমলা মন্ত্রী সব্বনেশে
কিসের কবিতা জীবন কিসের
বাঁচার স্বপন কিসের আশে?
পাপের ঘড়া পূর্ণ তোদের
নাচে মহাকাল তাথৈ থৈ
মা মাটি হয় রোজ ধর্ষিতা
সোজা মেরুদন্ডের মানুষ কই?