এখানেই হয়েছিল প্রথম দেখা
এখানেই শুরু পথচলা
প্রথম বৃষ্টিতে ভেজা এখানেই
এখানেই হয়েছিল প্রেম প্রেম খেলা।
দীপ নেভা কোন ঝড়ের রাতে
এখানে থেমেছে চলা
বিরহের মালা গেঁথেছি যতনে
হয়নিকো কিছু বলা।
এখনও এখানে পাখি গান গায়
এখনও এখানে আসি
তুমি হবে মোর কদমবৃক্ষ
আমি হবো তব বাঁশি।