ভালবেসে ভূল করেছি
নাকি ভূল করে ভালবেসেছিলাম
সে প্রশ্ন আজ অবান্তর...
সংসার চিনিনি
অথচ সংসারী হয়েছিলাম
কিছুই করিনি
সং সেজেছিলাম
থাক না সে গল্পকথা?
একটা উজ্জ্বল সকাল দেখতে
চেয়ে ভোর হওয়ার আগেই
দরজা খুলেছিলাম...
সেদিন সূর্যই ওঠেনি!
আমি একটা জীবন চেয়ে ছিলাম...