আমি তোমায় দিয়েছিলাম
রক্তিম ভোর
দিয়েছিলাম সূর্যস্নাত মধ্যাহ্নের
সাবলীল উষ্ণতা...
দিয়েছিলাম সোনালী বিকেল
জ্যোৎস্না ধোয়া রাত্রিও-
তোমাকে দিয়েছিলাম....
আমার টুকরো টুকরো স্বপ্নগুলো
দিয়ে গাঁথা মালা
তোমায় দিয়েছিলাম...
আমি নিঃস্ব হয়ে তোমায়
দিয়েছিলাম পূর্ণতা...
তুমিও আমায় বিমুখ করোনি
উপযাচক হয়ে আমায় দিয়েছিলে
এক আকাশ শূণ্যতা...