ভেসে চলেছি কুয়াশার স্রোতে
যেন মহাশূন্যে পাড়ি...
গলার কাছে শব্দরা কথা হয়ে
বেরোতে চাইছে
আমি দেখছি না কিছুই...
স্মৃতির তরঙ্গে ভেসে আসছে
কিছু পরিচিত মুখ
তাদের কথারা...
মনে পড়ছে ঘাসের ডগায় শিশিরকণা
দুগ্গাপূজার ঢাকের বোল
নতুন জামার গন্ধ...
অনুভবে মায়ের হাতের
চুলে বিলি কাটা
সূর্যাস্তের ম্লান আলোর মতো
কিশোরীবেলার মনের রঙ
মনে পড়ছে হারিয়ে যাওয়া
বৃষ্টির গান...
কুয়াশার ফাঁকে কখন উঁকি মেরেছে
একচিলতে রোদ...
গায়ে সপসপে অপরিচিত জল
যে জলে ধুয়ে গেছে
সমস্ত অতীত...