শেষ হয়ে গেল পুরোনো বছর
নতুন এল মহা সাড়ম্বরে...
বছরভর যে স্বপ্ন গুলো জমিয়েছিলাম
পকেটকেটে সেগুলো নিয়ে গেল
পুরাতনী...
নবীন বরণ হল প্রাপ্তির প্রত্যাশা নিয়ে...

আমাদের কোনো প্রত্যাশা নেই
নেই না পাওয়ার হতাশা...
আমরা শুধু স্বপ্ন দেখি
তারপর একদিন স্বপ্নগুলো উড়ে যায়
ঠিক যেন লটারীর চাকার মতো
স্বপ্নের কাগজগুলো ঘুরতে থাকে
উড়তে থাকে....
শিঁকেটা যার ভাগ্যেই ছিঁড়ুক না কেন?