মাঠভরা ধান তো আছে অনেক
তবু ভাতের প্রতিটি গ্রাসে খুঁজি
নিরন্নের ক্ষুধা...
মেনে নিই তবু ভাবি
আমরাই তো দলে ভারী...
গৃহ তো নেই ছিলও না কোনোদিন
প্রবল বৃষ্টিতে কুকুরের মতো...
খুঁজে ফিরি বৃষ্টিহীন ছাদ
তবু মেনে নিই ভাবি...
কটা লোকেরই বা নিজস্ব ছাদ আছে?
জন্ম মৃত্যুর ফারাকটাও বিশেষ ভাবায় না
সেটাও মেনে নিই কারন ওটা...
অবিসংবাদিত অবিনাশী সত্য
কিন্তু মানতে পারি না
"প্রেমহীন জীবন".....