বাছারা আমার!
তোদের বড় পিপাসা পেয়েছে না?
তোদের রক্তে ওদের তৃষ্ণা মিটেছে
কিন্তু তোরা যে তৃষ্ণার্ত!
আমার চোখের জল নিয়ে যা
বেহেশতের পথ অনেক দূর
একটু জল নিয়ে যা বাছারা আমার..
আমি রইলাম ওদের জন্য!
নরকের ঘৃণা আর
অগ্নিস্রাবী অভিশাপে দগ্ধ করবো ওদের..
আমি কিছুতেই হার মানবো না..
পঞ্চমুখী নাগিনী হয়ে বিষ ছড়াবো
বাছারা আমার! ওদের আমি ছাড়বো না
জানি তোরাফিরে আসবিই
না না "শান্তিবার্তা" নিয়ে কখনোই না
ও শব্দ এখানে বেমানান...
তোরা আসবি নব ইতিহাস রচিত হবে
ওদের রক্তে সেদিন আমি দেওয়ালে আঁকবো রক্তের আলপনা
খুদা হাফিজ...