তুমি যতই রক্তচক্ষু দেখাও না কেন
এত তাড়াতাড়ি তো যাবো না...
ভালবেসে সাধ মেটে নি এখনও
তোমার তর্জনী হেলনেও না
তুমি কি ভাবো?
এসেছি যখন তখন
কিছুকাল তো থেকেই যাবো...
কস্তুরীর গন্ধে আমি এখন মাতাল
পাগল পারা...
যে ইচ্ছের ঝুরি গুলো আমার
গা বেয়ে নামছে...
তার শিকড় মাটিতে প্রোথিত করবো না?
চলো বললেই কি যাওয়া যায়?
এসেছি যখন তখন
কিছুকাল তো থেকেই যাবো...
তোমার সঙ্গে হিসেব নিকেশ
বাকি আছে এখনও
কড়ায়গণ্ডায় ওসুল করে
তবেই না যাবো?
প্রজাপতি মন আমার উড়ছে এখন
এসেছি যখন তখন
কিছুকাল তো থেকেই যাবো...
সুন্দরের পীঠস্থান এ বসুন্ধরা
তার রূপ রস গন্ধের
সোহাগ রেণু সারা গায়ে মাখবো
এত তাড়া কিসের বাপু?
এসেই পড়েছি যখন
তখন কিছুকাল থেকেই যাবো...