অতনু! আজকাল কি জোনাকির আলো
দেখতে পাও?
সন্ধ্যে লাগলেই ঝিঁঝিঁ পোকার গান
শুনতে পাও?
সব বিলুপ্তির পথে!
আকাল পড়েছে যেন...
শকুন দেখতে পাও ভাগাড়ে?
কোন জাদুমন্ত্রে ওরা অদৃশ্য হয়ে যাচ্ছে?
দুর্মুখরা বলছে.....
'তেল কুবের' দের অনন্ত যৌবনের জন্য
ওরা আত্মাহুতি দিচ্ছে...
তা বেশ! বলিহারি আত্মত্যাগ!
চড়ুই পাখি দেখতে পাও অতনু?
ওরা আর উঠোনে খুঁটে খুঁটে
ধান চাল খায়না....
ওদের নাকি ক্যানসার?
ওখানেও সেই মানুষের আগ্রাসী থাবা
মোবাইলের টাওয়ার....
আকাল আকাল সর্বত্র আকাল
একদিন দেখবে মেয়েদের আকাল পড়েছে
ওই ভাগাড়ের শকুন গুলোই তো মরে
ধর্ষক হয়ে জন্মেছে...
ধর্ষিতা হতে হতে মেয়েরাও হয়তো
একদিন'আকাল' এর তালিকায় আসবে
হারিয়ে যাবে কালের অতল গহ্বরে...
সৃষ্টিকর্তার অফিসে হয়তো সেদিন
তদন্ত কমিশন বসবে....