কলমটা সরছে না কিছুতেই
কিছু লিখতে চাইছি
হচ্ছে না...
ভাবনার রেলগাড়ীটা ছুটে চলেছে
দুর্বার গতিতে...
নদী পাহাড় সমুদ্র অরণ্য বিস্তীর্ন প্রান্তর
ধূ ধূ মরুভূমি....
সব ছুটছে তো ছুটছেই
থামছে না কোন স্টেশনেই
ছুটছে অতীত বর্তমান ভবিষ্যৎ...
জানালা দিয়ে উড়ে যাচ্ছে
খোলা খাতার পৃষ্ঠাগুলো..
উড়ছে আমার অহংকার আমার অভিমান
চাওয়া পাওয়া...
উড়ছেআমার ব্যর্থতা সফলতার দলিল
উড়িয়ে দিলাম স্বচ্ছন্দে...
বাঁধনহারা মন আমার এখন
স্টেশনের অপেক্ষায়...
যে স্টেশনের নাম "তুমি"
যার পরে আর কিছু নেই কেউ নেই...