আমি যা পারি না সেই অক্ষমতাকেই
বড় করে দেখলে তোমরা
আমি যা যা পারি সেটাকে আমল দিলে না
চেনা লোকের লিস্টে আমার নাম নেই
নাম থাকবে কি করে?
আমি তোমাদের মতো খসখস করে
কবিতা লিখতে পারিনা...
ফড়ফড় করে ইংরেজী বলতে পারি না
বিশাল জনসভায় দাঁড়িয়ে অগ্নিগর্ভ
ভাষণও দিতে পারিনা...
খেলা ধূলোতেও আমার কোন
প্রসংসা পত্র নেই...
আমি প্রতিবাদ করতে পারিনা
অন্তরালে চোখের জল ফেলা
আমার অভ্যেস...
আত্মবিশ্বাস কতটা দৃঢ় সে খোঁজও
করিনি কোনদিন....
এমন মানুষকে কি কেউ চেনে?
এ নিয়ে আমার কোন আক্ষেপও নেই...
আক্ষেপ একটাই
আমি যা যা পারি সেগুলো নিয়ে
যদি একটু ভাবতে?
আমি সাঁতার কাটতে পারি
রন্ধন শিল্পে পটীয়সী আমি
ভাল চুল বাঁধারও সুনাম আছে
আমি গলা খুলে রবীন্দ্র সংগীত
গাইতে পারি...
আর আমি প্রাণ ভরে ভালবাসতে জানি
তা এগুলো নিয়ে কি চেনা মুখের
সারিতে দাঁড়ানো যায়....
না লোকে চেনে?