একা থাকার দুঃখ যেমন ঢের
একা থাকার সুখও খুঁজে ফেরে মন
কখনো সখনো....
চেতনার অন্তরালে আত্মগোপন করি
নির্জনতা খুঁজি খুঁজতেই থাকি....
যখন মনে হয় এই যারা আজ আপনজন
আদতে তারা কেউ নয় আপন...
যখন সম্পর্কের বাতিঘরে
নিকষ কালো অন্ধকার....
আমি তখন তারই মাঝে খুঁজি আমাকে
একাথাকতে চাই
নিজেকে করি আবিষ্কার...
বোঝাতে পারিনা কাউকে
কেন এ বিষাদ?
সম্পর্কের সূতো গুলো ছিঁড়ে ছিঁড়ে যায়...