এসো না আমরা মুখোমুখি দাঁড়াই
সন্ধ্যার জোনাকিরা ঘিরে থাক আমাদের
স্বপ্নগুলো গভীর ঘুমের ভিতরে নয়...
হিসেব নিকেশ হয়ে যাক জীবনের।
এসো না কাছে জীবন তো এইটুকু বৃত্ত?
কাব্যিকথা নয় এসো না শুধু ভালবাসি
আকাশ নেমে আসুক দুচোখে তোমার...
নৈঃশব্দ্য ছুঁয়ে যাক সময়এসো পাশাপাশি।
এসো না পাপ পূণ্য সব ভুলে যাই?
সময়টা থেমে গিয়ে ঘনাক আঁধার
জীবনের কথাগুলো ছায়া হয়ে যাক...
জীবনের দায় তো জীবনই ভাবুক এবার?