এখন শীতকাল শান্ত নদীজল
গোধুলির রঙে রাঙা পশ্চিম আকাশ
নদীতীরে বসে আছি ক্লান্ত পথিক
কানে বাজে বিহগের ঘরে ফেরার গান
আমার তো বাসা নেই
নেই ঘরে ফেরার টান...
তবু বসে বসে ভাবি-
জীবনের রঙ ধূসর হয়েছে হোক না
পৃথিবীর রঙ তো এখনও সবুজ?
এখনও তো সূর্য ওঠে...
পাখি গান গায়?
এখনও তো ভালবাসে মানুষ
প্রেমের স্বর্গে বসে সুখী হতে চায়?
খেয়া পারাপারের মাঝি দেয় হাঁক
যাত্রীদল করে হুটোপুটি...
বেলা যে পড়ে এল-
পারে যাবে নাকি গো গোঁসাই?
বলি নাগো মাঝি
জীবনটা বড় সুন্দর পাড়ে যাওয়ার
কোন ইচ্ছা নাই...
পৃথিবীর রঙ রসে আমারও
পূর্ণ অধিকার
জীবনকে ভালবাসা
জীবনের প্রথম অঙ্গীকার...