বাবা বলতেন অন্যায়ের সঙ্গে আপোষ
কখনোই নয়...
মা বলতেন সংসার জীবনে মেয়েদের
আপোষই সার কথা
নইলে শান্তি বজায় থাকেনা...
মনে মনে বাবার কথাটাকেই বীজমন্ত্র
হিসেবে আওড়াতাম...
যেদিন সংসার জীবনে প্রবেশ করলাম
অন্যায়, আপোষ সংসারী ছল চাতুরী
ছিল বোধের অতীত...
শুধু ছিল একরাশ আবেগ
আর দুচোখ ভরা স্বপ্ন...
যখন সাংসারিক কূটনীতি ছল চাতুরী
অক্টোপাসের মতো চেপে ধরলো...
তখন মায়ের কথায় ঠিক হলো-
শান্তির অখন্ড নামকীর্তনের বাসনায়
চাইলাম আপোষ...
বিবেকটাকে বললাম অন্ধ হয়ে যাও?
শান্তি এলেই চোখ ফিরিয়ে দেবো...
আবেগগুলোকে বাঁধা দিলাম
সময়ের কাছে...
শান্তি এলে ছাড়িয়ে আনবো...
সেই থেকে আপোষই করে চলেছি
শান্তি খুঁজছি হন্যে হয়ে...
আবেগ গুলোকে ফিরিয়ে আনতে পারিনি
চক্রবৃদ্ধি হারের সুদে-
তামাদি হয়ে গেছে কবেই....