পাহাড় ভালবেসেছিল নদীকে
চঞ্চলা তটিনী উচ্ছল ছন্দে নেচে ফেরে
দুদন্ড কথা বলার নেই অবসর...
বড় দুখী চিরস্থির উদাস পাহাড়।
নদী বলে এত বোকা কেন তুমি?
আমি নিরলস বয়ে যাই-
তোমারই বুক বেয়ে...
ক্ষণে ক্ষণে তোমারেই চুমি।
স্মিত হেসে বলে পাহাড়
তবে তাই হোক প্রিয়া!
তোমার ললিত স্পর্শে...
মোর তৃপ্ত হোক হিয়া।
ধন্য হোক ধূলির ধরণী স্পর্শে তব
আলিঙ্গনে তব বাঁধো পারাবার
চিরস্থির মৌন প্রেমিক আমি...
অনন্তকাল সাক্ষী রব তার।