মৃত্যু সে তো স্বাভাবিক
সাময়িক বিচ্ছেদের শোক
মার্জারের আসে কি বৈরাগ্য?
শকুনের ভাগাড়ে নিবদ্ধ দুটি চোখ।
প্রেম ভালবাসা তো চিরন্তন
শ্রী রাধিকার বিরহ আধার
বহমান কলকল তটিনীর জল
চিরস্থির মৌনমূক ধূসর পাহাড়।
মুক্তিকামী মানুষের বিক্ষুব্ধ স্লোগান
গলা চিরে বাতাসে মিলায়...
ঠান্ডা ঘরে চূক্তিপত্র হয় সাক্ষরিত
মানুষের দুর্দশায়(শাসকের) কি আসে যায়?