কে তুমি এলে বিস্মরনের ওপার থেকে
স্মৃতির তন্ত্রীতে দিলে টান?
কেন বাজছে হৃদয় বীণায়
ঘরছাড়া বাঁশির তান?
বেশ তো ছিলাম ভূলে
কড়া ভাদরের রোদে সেঁকে
স্যাঁতসেঁতে স্মৃতির বিছানা
রেখেছিলাম তুলে
মনের চিলেকোঠায়
স্মৃতির সরণি বেয়ে আর
হাঁটিনি কোনদিন...
আজ তবে আমার ভাবের ঘরে কেন
কড়া নাড়ছো গোঁসাই?
যখন আমার দরজা খোলার
ক্ষমতাটাই নাই...