ঊষর মরুভূমির বুকে কাঁটাগাছ গুলো
চিবোচ্ছে উটগুলো
ঝরছে রক্ত অঝোর ধারায়...
যন্ত্রনা কি সইছে না তারা?
তবুও তো ঘুরে ফিরে আসা
সেই কাঁটা খাওয়ার লোভে...
আমিও তো রক্তাক্ত হচ্ছি
প্রতিদিন প্রতিক্ষণ...
জীবনের কাঁটা ঝোপে মুখ ঘষে ঘষে!
ক্ষত বিক্ষত আত্মা তবু
বারবার ফিরে আসে...
জীবনের কাছে
রক্তাক্ত হওয়ার আদিম উল্লাসে....