মন বড় উচাটন
কাজে নাহি মন
লোটা কম্বল বাঁধি
চলি শ্রী বৃন্দাবন।
কোথা হে ব্রজবালা
কোথা গো গোপনারী
কোথায় শ্রীমতি তুমি
কোথা হে বংশীধারী?
চক্ষু মুদি ডাকি
হে বঙ্কু বিহারী
দয়া করো রাধেশ্যাম
দুঃখ হর হরি।
চক্ষু খুলি দেখি
কোথা শ্যাম রাই?
পুঁইমাচা খান মোর
ছাগলে মুড়ে খায়।
হইল না মোহমুক্তি
মন গৃহপানে ধায়
চামড়ার ঘর যদি মোর
কুকুরে লয়ে যায়?