বাউল মন আমার
ভাঙা একতারাটা নিয়ে
মাঠে ঘাটে কবে থেকে খুঁজে মরছি
একটাই জিনিষ
শুধু একটা মানুষ...
আজও তো তার দেখা
মিলল না গো?
শুধু হাত পা মাথাওয়ালা একটা
শরীর থাকলেই কি মানুষ হয়
কিংবা জাহাজ বোঝাই বিদ্যে?
ধরো না কেন...
সাত রাজার ঐশ্বয্যি?
না গো তেমন মানুষ নয়...
আমি খুঁজছি পূর্ণ একটা মানুষ
যার আছে বড় একটা "মন"
যে সদাআনন্দময়
সম্পূর্ণভাবে আছে যার
"মান" ওহুঁশ"...
আমি খুঁজছি সেই "মানুষ"