শোন সুচরিতা!
সেদিন শারদাকাশে ছিল মায়াময় চাঁদ
বাতাসের রাগিনীতে আগমনীর সুর।
স্বচ্ছতোয়া তটিনীর পাশে...
তুমি আর আমি মুখোমুখি দাঁড়িয়ে।
তুমি বিহ্বল হয়ে বলেছিলে-
চলো যাই?
এই ঘূণধরা সমাজের থেকে দূরেবহু দূরে
যেখানে নেই মানবিক মূল্যবোধের
নিঃশব্দ অবক্ষয়...
তবু আমি পারিনি পালাতে।
সুচরিতা!
আমি এইঘূণধরা সমাজের রক্তাক্ত সৈনিক
রক্তলোভী ঘূণ অহর্নিশ কুঁড়ে খায়
আমার বুকের পাঁজর...
প্রতিশোধের বেয়নেট নিয়ে
নিরন্তর খুঁজে ফিরি
ঘূণের গহণ কন্দর...
তাই আজও পারি না পালাতে
তোমার স্বপ্নের অমরাবতীতে।