তখন আমার ফাগুন মাস
তখন ভরা কোটালের জোয়ার
আকাশে মস্তবড় পূর্ণিমার চাঁদ-
চকোরীর মতো জ্যোৎস্না পান করেছি
মেখেছি সারা গায়ে...
তারপর রাতপরীদের ডানায়
ভর দিয়ে উড়েছি...
মেঘের সমুদ্রে সাঁতার কেটেছি
দেখেছি সুখের অমরাবতী...
কখন যেন ভোর হয়ে গেছে
টেরই পাইনি...
মাটিতে নামিয়ে দিয়ে হাওয়ায়
মিলিয়ে গেল রাতপরীদের দল...
এখন তো ফাগুন নয়
নাই সুগন্ধ সমীরণ...
এখন তো গ্রীষ্মের দাবদাহ
আর অসীম অনন্ত শূণ্যতা...