ঘটনা ঘটছে ঘটবে আরও কত
অতীতেও ঘটেছে ঘটছে প্রতিদিন
সে তো নিয়মানুসারে...
কিন্তু অঘটন যা তোমরা ঘটাচ্ছো?
ঘটিয়ে মজা লুটছো হাততালি দিচ্ছো
ঠান্ডাঘরে খুলছো শ্যাম্পেইনের ছিপি?
পুঁটলি ভরা সুখ তখন
তোমাদের লকারে...
ঘটনার ঘনঘটায় আমরা তখন বিমূঢ়
হতাশ সর্বহারা...
আমাদের বুকে তখন শ্মশানের হাহাকার
তবু অঘটন তো ঘটছে প্রতিদিন...