অনড় ঘাট বুক পেতে রেখেছে,
মানুষের নির্মম পদাঘাতে দীর্ণ হতে হতে
ক্ষয়ে যাচ্ছে পাঁজর....
পাশেই বয়ে চলেছে নদী ছলাৎ ছলাৎ
যেন ষোড়শী তন্বী-
কোন দুঃখ নেই...
কোলাহল শান্ত হলে নিশি রাতে
ঘাট নদীকে শোনায়
তার দুঃখের কথা...
নদী বলে বয়ে চলো না আমার সাথে?
দূরে বহুদূরে-
কোন দুঃখ থাকবে নাকো আর...
ঘাট বলে শোনো কথা?
তোমার ধর্ম বয়ে যাওয়া
আমার ধর্ম সওয়া....