আমার কোন দুঃখ নেই
আমি একাও নই...
আকাশ আমার গল্প শোনে
পাখিরা গান শোনায়
বাতাসে আমি পাই
প্রাণের পরশ...
জল তো আমার প্রাণের মিতা
ভাসিয়ে নিয়ে যায়...
অন্য কোথাও
দূরে দূরান্তরে...
সেখানে প্রেমের রাজ্যে হয় অভিষেক
ভালবাসার রাজপাট বসে...
সেখানে কোনো...
কামদুনি পার্কস্ট্রীট বারাসাত নেই.