হাওয়ায় যখন মাতন লাগে
আগুন ঝরায় ফাগুন
পলাশ বনে...
মাতাল কোকিল ডাকে কুহুস্বরে?
মনে পড়ে তোমার কথা
তখন মনে পড়ে...
ব্যথার শাওন আসে যখন
বৃষ্টি ধারা অঝোর
ধারায় ঝরে...
পেখম তুলে নাচে ময়ূর
মেঘের মল্লারে?
মনে পড়ে তোমার কথা
তখন মনে পড়ে...
পূজোর সানাই বাজে যখন
শিউলি ঝরে পড়ে...
কাশের বনে দোলা লাগে
মা আসেন মেঘের ভেলায় চড়ে?
মনে পড়ে তোমার কথা
তখন মনে পড়ে...
শীতের লহর বহে যখন
কুয়াশা মাখা ভোরে?
চোখের পাতা জড়িয়ে আসে
স্বপ্ন স্মৃতির ভারে
মনে পড়ে তোমার কথা
তখন মনে পড়ে...
আনমনে বসে আছি ক্লান্ত
নদীর পাড়ে...
চোখের পাতায় বাদল কেন
পড়ছে হঠাৎ ঝরে?
মনে পড়ছে তোমার কথা
সদাই মনে পড়ে
তোমায় সদাই মনে পড়ে...