শেষ হয়েছে দীপাবলির উৎসব
সারারাত বুক জ্বলিয়ে আলো দিয়ে...
প্রদীপগুলো পড়ে আছেঅনাদরে
একটু বাদেই ডাস্টবিনে যাবে
প্রয়োজন ফুরিয়েছে তার....
আমিও তো বেসেছিলাম ভালো
প্রদীপের মতো আলো জ্বালিয়ে
জ্বলেছি জ্বলতেই থেকেছি...
আলোটুকু নিয়েছ শুষে
দ্যাখেনি তো জ্বলন আমার
যেভাবে বুক জ্বলে প্রদীপের...