সুখমনী রোজ ভালবাসা বিক্রী করে
আজ সে কিনেছে ভালবাসা...
নাথুয়া আজ থাকবে সুখমনীর ঘরে
সুদে আসলে পুষিয়ে নেবে ভালবাসা...
সুখমনীর নাকে হীরের নাকছাবি
কোমরে বিছে পায়ে মল...
সুখমনী আজ সম্রাজ্ঞী
ভালবাসা এসেছে তার ঘরে...
সুখমনীর ঘরে আজ দীপাবলির চাঁদ
নাথুয়ার বউ এর শেষ সম্বল
হীরের নাকছাবিটা হারিয়ে গেছে...
ওর দেউড়িতে প্রদীপ জ্বলেনি তাই
অমাবস্যা আসন পেতেছে ঘরে...