হ্যামলিনের বাঁশিওয়ালা শোনো?
তোমার বাঁশির সুরে
উৎপেতে ইঁদুর গুলোকে নিয়ে গেলে
সেটা না হয় মেনে নিলাম...
কিন্তু নিষ্পাপ শিশুগুলোকে কেন
নিয়ে গেলে বলোতো?
বাঁশিওয়ালা ! তোমার কল্পলোক থেকে
এখন একবার এসো না
আমার দেশে ?
আমার সোনার দেশটা যে...
কালকেউটের বিষে নীল হয়ে গেল
তোমার অলীক সন্মোহনী বাঁশির সুরে
ঝেঁটিয়ে নিয়ে যাওনা কেন...
সর্বনাশা নাগ নাগিনীর দলকে ?
শিশু চুরির অপরাধ থেকে
মুক্তি পাবে তুমি...