দেশে কি দুর্ভিক্ষ চলছে এখন
তবে কেন এত খাই খাই?
ক্ষিধের নিবৃত্তি নেই
আকাঙ্খার আকাশচুম্বী চাওয়া
চাই চাই আরো চাই...
সন্তুষ্টিগুলোকে হরিবোল দিয়ে
তুলসী তলায় নামিয়ে রেখেছে
ঘরে ঢুকেছে বিশ্বজোড়া অসন্তোষ
নাই নাই চাই আরো চাই...
বিশ্বায়নের দৌলতে বিশ্ব নাকি
হাতের মুঠোয়...
তাই কি এত ক্ষিধে
এত চাই.. চাই?
গরীবের পেট জ্বলে ক্ষিধেয়
স্বাভাবিক খাই খাই
এদের ক্ষিধে হাভাতের থেকেও বেশি
ক্ষিধের জ্বালায় এরা দেশটাকেও
বেচে খেতে চাই...