ঋতুর রাজ্যে হেমন্তের পদার্পন
ঘটলো নিঃশব্দে...
কেন জানিনা আমাদের কবিরা বড়
বেশি অবিচার করেছেন হেমন্তের উপর?
পাঁচটা ঋতু কাব্যে কবিতায
জ্বলজ্বলে নক্ষত্র....
হেমন্ত বেচারা পড়ে থাকে এককোনে
কাব্যে উপেক্ষিত...
আমি ভালবাসি হেমন্তকে
হাল্কা কুয়াশার আস্তরনে ঢাকা হেমন্ত
ধীরে ধীরে ঘোষনা করে আকাঙ্খিত
শীতের আগমন বার্তা...
ধূসর কুহেলিকাময় হেমন্তের ভোর
বড় রোম্যান্টিক মনে হয়...
উদাত্ত কণ্ঠে হেমন্ত শোনায়
ফসল কাটার গান...
নবান্ন উৎসব আর নক্মীকাঁথার নস্টালজিয়া?
হেমন্তের প্রহেলিকাময়ী সন্ধ্যায়
প্রকাশিত হয় আমার প্রচ্ছন্ন অতীত
আমি ডুব দিই স্মৃতির সমুদ্রে...
অকৃপণ হাতে হেমন্তের বড় উপহার
"দীপাবলির আলোর উৎসব"
সারা দেশ ভেসে যায় আলোর জোয়ারে
হেমন্ত যেন ফিসফিসিয়ে বলে যায়
"দীপালিকার জ্বলছে আলো
ঘুচাও এবার মনের কালো"?