শুক পাখিটা ডাকছে সারীকে
ডেকেই চলেছে......
আয় না আয় কাছে আয়?
ভালবাসার দুটো কথা কয়ে যাই?
মুখ ঝামটা দেয় সারী
আ মলো যা...
এখন কি ভালোবাসাবাসির সময়?
জানো না কি বিশ্বজুড়ে সময়ের এখন
বড় দুঃসময়?
তার যে বড় অসুখ!
স্মিত হেসে বলে শুকপাখি---
কেন মিছে রাগ করো সখী?
কিসের অসুখ কোথায়?
ভালোবাসাটাই তো সময়ের
সবচেয়ে বড় সুখ...
তার কি আছে দুঃসময়?