হে আমার নিরুচ্চারিত প্রেম!
চেতনার কোন বিস্মৃত অতলে
তলিয়ে গিয়েছ তুমি?
সেকি তোমার সুপ্ত অভিমান
নাকি আমিই বুঝিনি তোমায়?
সাগর ছেঁচে মাণিক তোলার মতো করে
কতবার তুলে এনেছি তোমায়.....
দেখেছি অদ্ভূত এক অস্থিরতায়
ছটপট করেছ তুমি.....
এযেন তোমার জায়গা নয়
বড্ড বেমানান এখানে তুমি!
ফিরিয়ে দিয়ে এসেছি তোমায়
তোমার নিজের জায়গায়
যেখানে নিজের মতো করে...
রয়েছ তুমি!
আর তো যাবো না কোনদিন
যদি ডাক দাও...
পাড়ে গিয়ে দাঁড়াবো ক্ষণিক!
তুলে আনার কথা কক্ষনো
ভাববো না আর?