তুঁদের পাঁয়ে গড় করিরে পুলিশবাবু!
ইবার ছাড়ান দে -
মুর বেথাটা ক্যামুনে বুঝবি বুলতো তুরা?
তুরা কি বিটি ছেল্যা?
কি দোষটা আমার ছিল বুলতো?
ভিন জেতের একটা ছেল্যাকে ভালোই
তো বেস্যাছিল্যাম আর তো কিছু লয়?
তার লিগ্যে এত্তবড় শাস্তি!
তেরো জনা মিল্যে...
আমার শরীলটাকে ছিঁইড়ে ছিঁইড়ে খেল্যে
ওই মুড়োলটার সামুতে
অর হুকুমে.......
কই অকে কিছু বুললি না তো তুরা?
উদের কি শাস্তি হবেক,?
হবেক লাই...
উরা যে বেটাছেল্যা?
যা ক্যানে তুরা যা যা...
তুরা এ্যাখুন আমাকে শোধাবি তো
অরা আমাকে ক্যামুন কইরে খেয়্যাছে?
আমার কুথায় হাত রেখ্যাছে
আর কুথায় হাত, কুথায় মুখ?
আমি আর পারি লা রে পুলিশবাবু!
আমার জাইত লাই, ধম্ম লাই
চরিত্তির লাই...
আমি সব্বহারা এক লষ্ট মেয়্যাছেল্যা
তুরা যা ক্যানে পুলিশবাবু! যা যা।
আর তুদেরকেও বুলিরে ফটকবাবু!
আমার ফটক লিয়ে বাজারে বেচবি বুঝি?
তুর লিজের বুনটার সঁথে যদি
এ্যামুনটা হতোক পাত্তিস?
তুরা যা ক্যানে ফটকবাবু!
আমার মুনে পুরুষ মাইনসের জন্যি
কুনু ভাবনা লাই.....
যা আছে তা শুধু ঘিন্যা আর ঘিন্যা
তুরা যা ক্যানে
ইবার আমাকে এট্টু....
শান্তিতে মরতে দে।