আমার নীরবতাকে তোমরা
কি ভেবেছো?
ভেবেছো আমি দুর্বল.......
আমি ভয় পাই তোমাদের?
ভূলেও সে ভূল করো না..........
মহাপ্রলয়ের আগের নৈঃশব্দের
কথা শোননি?
দ্যাখেনি কি প্রচন্ড বেগে
ঝড় আসার আগে......
বাতাস কেমন স্তব্ধ হয়ে যায়?
এখন আমি মৌন কিন্তু,
আমি ভিসূবিয়াসের চেয়েও
বড় জ্বালা মুখী..........
জ্বলে ওঠার আগের প্রস্তুতি পর্ব
চলছে এখন আমার.............