ভালোবাসা কাকে বলে জানতাম না তো,
সুখ কাকে বলে তাও জানিনি...
শুধু আমার সকল টুকু উজার করে তোমায় দিয়েছি
সুখের খোঁজ করিনি ।
ভালোবাসা বুঝিনি কিন্তু বুঝেছি তোমাকে,
সুখের সংজ্ঞা খুঁজিনি তো,
তোমার সুখে সামিল হয়ে
সুখী হয়েছি তোমাতে ।
পঁয়তিরিশ বছর...........
সময় বয়ে গেছে নিজের নিয়মে,
জীবনের এখন পড়ন্ত বিকেল
স্মৃতির পাতা খুলে বসেছি (দেখি),
ভালোবাসার রঙে আঁকা তোমার আমার
জীবন্ত এক ইজেল ।
স্মৃতির জানালা বন্ধ করে
অনুভূতির দুয়ার দিলেম খুলে -
কি দেখলাম ! কাকে ?
ভালোবাসি বলেই না
আমার সবটুকু দিয়েছি তোমাকে ।