শরতের সোনাঝরা রোদ্দুর
শান্ত নদীজল
সাদা সাদা কাশফুল
গুঞ্জরিছে মত্ত অলিদল।
সুবাসিত শিউলির মসৃন গালিচা
শিশির ধোয়া ঘাস
আগমনীর সুর শোনা যায়
এল পূজোর মাস।
সপরিবারে মা আসছেন
সালঙ্কারা সাজে
ওই শোন ওই টাক ডুমাডুমা
পূজোর বািদ্য বাজে।
অসাম্য আর বৈষম্যে ভরা
বিজাতীয় দুখ
জ্যান্ত দুগ্গার চোখের জলে
ভিজছে দুগ্গা পূজার সুখ।