শরতের আঙ্গিনায় বর্ষার দাপাদাপি
কালো মেঘ আসছে কেন ধেয়ে?
করুণ কেন আগমনীর বাঁশি
বৃষ্টি কেন নামছে কান্না হয়ে?
কাদায় কেন লুটোপুটি
ঝরা শিউলির দল?
ঢাকের বাদ্যি উদাস কেন
মন কেন উতল?
ওই আসছে মা দুগ্গা
হোতা অসুর গুলোর দল
যারা ভন্ডামিতে ষোলআনা
যেন ভক্তিতে বিহ্বল?
(মায়ের)পুরোটাই যে গটআপ কেস
বুঝতে নেইকো বাকি?
ষন্ডা গুলো মায়ের আসল ব্যাটা
আমরা পড়লাম ফাঁকি।