আমি প্রেমের নাওটা ভাসিয়ে ছিলাম
বলেই না তুমি প্রেমের কান্ডারী?
আমার হৃদয় দিয়েছি বলেই না
তুমি আজ হৃদিচোরা?
আমার জীবনের অর্ঘ্য তোমায়
নিবেদন করেছি বলেই না
তুমি আমার জীবনদেবতা?
তোমার চেতনার হিমশীতল বরফ
গলেছে আমার প্রেমের উষ্ণতায়
তাই তো তুমি আজ প্রেমের সাগর?
তোমার মৌনতার প্রাচীর ভেঙ্গেছে
আমার প্রগলভতা......
তবেই না তুমি আজ মুখর?
তোমার সমস্ত অপূর্নতাকে নিজের
করে নিয়ে সম্পূর্ন করেছি তোমায়
তুমি কি কখনো ভেবেছো সখা?
শুধু একটা জিনিষ তোমায় দিইনি
সে আমার গোপন ব্যথা?
ওটা আমার একান্ত আপনার ধন.....
আমার "রাধাবিরহ"?