আমার একমুঠো আকাশ তোমায়
দিলাম............
এই নিয়েই ভাল থেকো
বেশী কিছু চেয়ো নাকো আর
কবেকার একমুঠো সোনাঝরা রোদ্দুর
ছিল, তোমায় দিলাম......
এদেশে রোদ দেখতে
চেয়ো নাকো আর।
স্বপ্ন দেখেছিলাম অনেক
দীর্ঘশ্বাসে ঝরে গেছে সব
বৃন্তখসা একটি ফুল তোমায়
দিলাম..........
তাই নিয়ে সুখে থেকো
এদেশে স্বপ্ন দেখা অপরাধ
স্বপ্ন দেখো না কো আর।
ভালবেসেছিলাম সেই কবে
তার নিঃশেষিত শেষ বিন্দুটি
তোমায় দিলাম.......
তাই নিয়ে ভূলে থাকো
ভালবাসা চেয়ো নাকো আর।
জন্ম এদেশে দুরারোগ্য ব্যাধি
জীবন অর্থহীন..........
রক্তাক্ত জীবনের শেষ রক্তবিন্দুটি
তোমায় দিলাম............
তাই নিয়ে বেঁচে থাকো
জন্মান্তর চেয়ো নাকো আর।