ঈদের দিন কুরবানি হয়ে গেল
শতাধিক তাজা প্রাণ......
রক্তে ভাসল ফিলিস্তিন
কেন এই রক্তপাত?কি আছে এতে?
দেশপ্রেম তো নয়......
বেহেস্তের দখল নিয়ে লড়াই
হায়রে ধর্মের আফিম!
এলড়াই কি আজকের?
বেহেস্তের কল্পিত কায়াকে
কেন্দ্র করে লড়ে যাচ্ছে এরা
হাজার হাজার বছর ধরে
কখনও ইহুদী তো কখনও খ্রীষ্টান
কখনওবা মুসলমান!
অর্বাচীনরা কেন বোঝে না
রক্তের সমুদ্রে কখনও গড়ে ওঠে না
বেহেস্তের বসেরা.......
কেন বোঝে না এরা?
এ বিশাল পৃথিবীতে শুধু
জেরুজালেমই বেহেস্ত নয়?
সমাধান কোথায়?
শুধু একটি মাত্র পথ আছে খোলা
যদি মহাপ্রলয় এসে নিশ্চিহ্ন করে
দেয় বেহেস্তের সমস্ত চিহ্ন
কিম্বা মরুভূমির ঝড়!
পাহাড় প্রমান বালুর স্তুপে
চাপা পড়ে যাক না কেন.......
হাজার বছরের পুরোনো
"জীর্ন সংস্কার"?